শিরোনাম

মানুষের পাশে থাকাই সুখ খুজে পান মাহবুবুর রহমান বাদশা - Chief TV - চিফ টিভি

মানুষের পাশে থাকাই সুখ খুজে পান মাহবুবুর রহমান বাদশা - Chief TV - চিফ টিভি

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্নাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বাদশা।দুস্থ মানুষকে সহায়তায় নিজের সুখ খিজে পান তিনি। দুইবারের ইউপি সদস্য হিসেবে গনামানুষের নেতৃত্বও দিয়েছেন । তাই এবারের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জন সমর্থনের শীর্ষে অবস্থান করছেন তিনি। 

মঙ্গলবার (৭মে) বিভিন্ন স্থান ঘুরে তার ব্যাপক সমর্থন আর প্রচারনা দেখা যায়। এসময়ে ভোটাররা যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচনের সমর্থন দেওয়ার কথা জানায়। 

জানা যায়,গত ইউপি নির্বাচনে পরপর দুবার টানা দশ বছর পুটিমারি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেসময় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে থেকে আস্থার জায়গা গড়তে সক্ষম হয়েছেন। মানুষ যখনই কোন না কোন সমস্যা নিয়ে ছুটে যেতেন তা শুনে সমাধানও করেছেন।স্থানীয়দের বিপদে বটবৃক্ষের মতই ছায়া দিয়েছেন। 

এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।এতে ভোটররা সমর্থনের যোগ্য মানুষকে যাচ্ছেন। যতই সময় ঘনিয়ে আসছে ততই যেন জমতে শুরু করেছে ভোটের মাঠ। অন্য প্রার্থীদের মতই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বেচে নিচ্ছেন ভোটাররা। এতে মাহবুবুর রহমান বাদশা(মেম্মার) কে সমর্থন দিচ্ছেন তারা। 

বড়ভিটা এলাকার এশাত ইসলাম বলেন , আমি শুনেছি উনি অনেক ভালো মানুষ। সব সময়ই মানুষের পাশে থাকে। আমাদের এলাকার এক গরীব লোকের জমি সংক্রান্ত সমস্যা হয়েছিলে তিনি দাড়িয়ে থেকে সেটি সহায়তা করেছেন৷ আমরা অবশ্যই চাইব আমাদের জনপ্রতিনিধি আমাদের এভাবে সহায়তা করুক। 

সদরের আরেক ভোটার জামান মিয়া বলেন, আমাদের পাশের এলাকায় তার বাড়ি। তিনি সবসময়ই আমাদের পাশে থাকেন। আমরা কোন সমস্যায় পড়লেই তাকে কাছে পাই। রাতে সন্ধ্যায় সবসময়ই তাকে কাছে পাওয়া যায়। তিনি আমাদেরকে সবসময়ই সাহায্য করেন।

নির্বাচনের মাঠে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান বাদশা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে সবসময়ই মানুষের পাশে দাড়াব । আমি গত দশ বছর ইউপি সদস্য থাকাকালীন সময়ে মানুষের সব বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। আমি যদি নির্বাচিত হই তাহলে গ্রামের মানুষজন উপকৃত হবে। আমি তাদের পাশে দাড়াবো। সমাজের দুস্থ মানুষ যারা আছেন তাদের সাবলম্বী করার চেষ্টা করব। বিশেষ করে মাদক এবং জুয়ার বিরুদ্ধে রুগে দাড়াতে যুব সমাজকে উদ্বৃত্ত করব । আমি সমাজের সকল মানুষের পাশে দাড়াবো।

কোন মন্তব্য নেই