শিরোনাম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত ৫ বগি, আহত অর্ধশতাধিক - Chief TV - চিফ টিভি

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ৫ বগি, আহত অর্ধশতাধিক

                                                              ছবিঃ প্রতিনিধি

মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক মানুষ। খবর পেয়ে দ্রুত সেখানে যান ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় বন্ধ রয়েছে এ রুটের ট্রেন চলাচল।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন চালক। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলোর ভিতরে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে কোনো মরদেহ রয়েছে কিনা অথবা আহত কেউ রয়েছে কিনা মূলত সেটাই দেখেছেন তারা। তবে দুর্ঘটনার এ বিষয়ে তৎক্ষণাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি রেল কর্মকর্তাদের কেউ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।

কোন মন্তব্য নেই