শিরোনাম

প্রগতি পাঠাগার এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত-Chief TV - চিফ টিভি

প্রগতি পাঠাগার এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত-Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি 
মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

প্রগতি পাঠাগারের উদ্যেগে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। স্কুল ছাত্র ছাত্রী দের মাঝে  ৩০০ ফলজ  চারা বিতরন করা হয়। ও সময় 

উপস্থিত ছিলেন প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ, প্রফেসর মো: আবু নাসের,অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ, প্রগতি পাঠাগারের সভাপতি মো:রুমান,সাধারণ সম্পাদক- মো:সজল সহ পাঠাগারের সদস্যবৃন্ধ। ও এলাকার গণ্যমান্য ব্যক্তি। 

প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ,  বলেন, গাছ লাগিয়ে ভরবো এদেশ, তৈরি করবো সুখের পরিবেশ। প্রগতি পাঠাগার এর জন্য  দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

কোন মন্তব্য নেই