প্রগতি পাঠাগার এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত-Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
প্রগতি পাঠাগারের উদ্যেগে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। স্কুল ছাত্র ছাত্রী দের মাঝে ৩০০ ফলজ চারা বিতরন করা হয়। ও সময়
উপস্থিত ছিলেন প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ, প্রফেসর মো: আবু নাসের,অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ, প্রগতি পাঠাগারের সভাপতি মো:রুমান,সাধারণ সম্পাদক- মো:সজল সহ পাঠাগারের সদস্যবৃন্ধ। ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ, বলেন, গাছ লাগিয়ে ভরবো এদেশ, তৈরি করবো সুখের পরিবেশ। প্রগতি পাঠাগার এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
কোন মন্তব্য নেই