শিরোনাম

২১ মে সাধারণ ছুটি থাকছে ১৫৭ উপজেলায়- Chief TV - চিফ টিভি

২১ মে সাধারণ ছুটি থাকছে ১৫৭ উপজেলায়
ছবি-প্রতিনিধি
শুভজিৎ, স্টাফ রিপোর্টারঃ

আগামী ২১ মে মঙ্গলবার দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের ১৫ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

সারা বাংলাদেশে ১৫৭ টি উপজেলায় একযোগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই ছুটির ঘোষণা করা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।


কোন মন্তব্য নেই