পানছড়িতে চাচাতো ভাই বোনদের মাঝে পারিবারিক জায়গা সম্পত্তির জেরে বিরোধ দুই জন গুরুতর আহত - Chief TV - চিফ টিভি
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার হাসানগর এলালায় পারিবারিক জায়গা সম্পত্তির জেড়ে চাচাতভাই বোনদের মাঝে বিরোধ ও মারামারি, দুইপক্ষের মধ্যে দুইজন গুরুতর আহত।
বৃহস্পতিবার (৯মে) দুপুর ১২টা ৩০ এর সময় হাসাননগর (বিজিবি ক্যাম্প সংলগ্ন) এলাকায় এই ঘটনা ঘটে।
আহতের মধ্যে রয়েছে আব্দুল খালেক(৩২) পিতাঃ ফজল আহমেদ।মাথার ডান পাশে দায়ের কোপ রয়েছে তার।
দ্বিতীয় পক্ষের মধ্যে এনামুল হক (৩২), পিতা,মৃত কবির আহমেদ-গলায় দায়ের কোপের দাগ ও কহিনুর আক্তার (৪২) এর-গলায় আচরের দাগ ও জখম রয়েছে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান বলেন: দুইজন আহত এর মধ্যে এনামুল হককে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল ভর্তি করানো হয় এবং আব্দুল খালেক এর মাথায় গুরুতর আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়।
কোন মন্তব্য নেই