পীরগঞ্জের বড়দরগায় ১৫০ পিচ ফেন্সিডিল উদ্ধার - Chief TV - চিফ টিভি
তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ
রংপুর-ঢাকা মহাসড়কে রাত ১০ টার দিকে নিয়মিত চেক পোষ্ট বসিয়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালায়। এমতবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সকল গাড়িকে চেক করে পার করা হলেও হানিফ পরিবহনে একটি বাসের সিটের পেছনে ব্যাগে রক্ষিত ১৫০পিচ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান এর নেতৃত্বে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানা বড় দরগা হাইওয়ে পুলিশ আরো জানায় জড়িতদের মধ্যে ঃ
১) তোতা মিয়া (৩৬), পিতা- মৃত আবুল কাশেম শাং- পানিসাড়া, আনা-ঝিকরগাছা, জেলা-যশোর।
২) আল আমীন (২৪), পিতা- মোঃ আব্দুল জলিল। সাং-বোনারপাড়া মানা নাইলতা বান্ধী, জেলা জামালপুর।
৩) আঃ রাজজাক (৫১), পিতা-ডায়নাল, সাং-কজানিয়া। পোঃ খুলনা বাম্পার, থানা-হিজলা, জেলা-বরিশাল।
হনিফ পরিবহনের বাসের পিচনের সীটের পিচনে ০৩ (তিন) টি' প্লাস্টিকের বস্তায় ফেনসিডিল গুলো রেখেছিলো, প্রতিটি বস্তায় ৫০ (পঞ্চাশ) টি' বোতল করিয়া সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) টি বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল রেখেছিলো।
কোন মন্তব্য নেই