কাউনিয়ায় আনসার ভিডিপি সদস্যদের নিজ নামে মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নির্দেশ- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
রংপুরের কাউনিয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ প্রথম ধাপ এ কাউনিয়া উপজেলা সকল ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারী সকল আনসার ভিডিপি'র পিসি এপিসি সদস্য- সদস্যাদের কে নিজ নামে ভোটার আইডি দিয়ে মোবাইলের সিম উত্তোলন করে বিকাশ / নগদ/ রকেট একাউন্ট খুলে উক্ত নম্বর কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জরুরি ভিত্তিতে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন । উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার । তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের নামের সাথে তাদের দেয়া বিকাশ নম্বরটির যদি তাদের ভোটার আইডি কার্ডের সাথে অমিল থাকে তাহলে তাদের ভাতা প্রদান করা সম্ভব হবেনা।
তাই নিজ আইডি কার্ড দিয়ে মোবাইলের সীম উত্তোলন করে সেই সীমে নিজ আইডি কার্ড দিয়েই বিকাশ/নগদ/রকেট একাউন্ট খুলে নম্বরটি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়,কাউনিয়া, রংপুরে এসে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
কোন মন্তব্য নেই