শিরোনাম

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন - Chief TV - চিফ টিভি

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন  - Chief TV - চিফ টিভি

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর সদর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলায়  সালেহা খাতুন নামের  ৩  সন্তানের জননীকে ধারালো দেশীয় অস্ত্র  হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী ।  স্থানীয়রা জানান, গতকাল  শুক্রবার সকাল সাড়ে ৫ টার  সময়  সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন  এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন।

সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে  ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী ছিলেন । তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আশেপাশে গ্রামের মানুষ ভিড় জমাতে থাকে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সদর থানা পুলিশ ।

কোন মন্তব্য নেই