শিরোনাম

বগুড়ায় বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত- Chief TV - চিফ টিভি


বগুড়ায় বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার , স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর থানাধীন রহিমাবাদ শালুকগাড়ী এলাকায় ১০ শতক জমির জের ধরে প্রতিপক্ষের মারপিটে রাজিয়া সুলতানা (৫৫) নামে এক বৃদ্ধা নারী মাথায় গুরুতর আহত হয়ে বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রধান আসামি সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

আহত নারী হলেন, শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ী পাড়া গ্রামের ফজলুল বারীর স্ত্রী। 

এ ঘটনায় ফজলুল বারী বাদী হয়ে শাহজাহানপুর থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পর তাৎক্ষণিকভাবে পুলিশ মামলার প্রধান আসামি সেলিমকে (২৫) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি হলেন, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ীপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সেলিম।

আহতের স্বামী ফজলুল বারী জানান, রহিমাবাদ শালুকগাড়ী পাড়া গ্রামে তার ১০ শতক জমি নিয়ে প্রতিবেশী মৃত মমতাজ সাকিদারের ছেলে আইয়ুব আলীর সাথে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধিন রয়েছে। আদালত ওই জমির উপর ১৪৪/১৪৫ ধারা জারি করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার (২৩ মে) বেলা পৌনে ৩টার দিকে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তদন্তে আসেন। তদন্ত শেষ করে তিনি চলে যাওয়ার পর প্রতিপক্ষ আইয়ুব আলী ও তার ছেলে, স্ত্রীসহ তার লোকজন অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় তিনিসহ তার ছেলে রাসেল রহমান (২১) ও তার স্ত্রী আহত হন। মাথায় গুরুতর আহত হয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাহজাহানপুর থানার এস.আই আনিছুর রহমান বলেন, মামলা দায়েরের পরপরই প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই