শিরোনাম

রক্তদান করে সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখিতে আলোড়ন সৃষ্টি করেছেন কিছু যুবক - Chief TV - চিফ টিভি

রক্তদান করে সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখিতে আলোড়ন সৃষ্টি করেছেন কিছু যুবক - Chief TV - চিফ টিভি

মাহমুদুল হাসান (শুভ), কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখিতে কিছু যুবকদের রাত দিন কষ্ট করে গড়ে উঠেছে এই সংগঠনটি এডমিন প্যালেনে আছেন, রাসেল মাহমুদ, বায়োজিদ মাহমুদ হৃদয়, রাফিক হাসান সহ প্রমুখ তারা নিজে গড়ে তুলেছেন এই সংগঠনটি।

তারা শুধু মাএ ফেসবুকে এবং মেসেঞ্জার গ্রুপ এর মাধ্যমে গত ৪ মাসে ২০০ ব্যাগের বেশি রক্তদান করে সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখিতে আলোড়ন সৃষ্টি করেছেন এই সংগঠনটি। গ্রুপ সূএে জানা গেছে এখন পর্যন্ত তাদের কাছে রক্তের রিকুয়েষ্ট এর ৯৯% চাহিদা পুরণ করতে পেরেছে তারা। তারা রমজান মাসে প্রতিদিনে গড়ে ২/৩ জন কে রক্ত দান  করেছেন   একদম ফ্রী-তে তারা সম্পন্ন ফ্রী-তে রক্তদানের মাধ্যমে এগিয়ে আসেন। সব সময় মুমূর্ষু রোগী থেকে শুরু করে তারা সকল শ্রেণীর মানুষের রক্ত দান করে থাকেন।

গত,৪ মাসে তারা ৩০০ এর বেশি ডোনার দিয়ে প্রতিদিন বগুড়া,ধুনট, সিরাজগঞ্জ, সোনামুখি, কাজিপুর, বিভিন্ন হাসপাতাল / ক্লিনিকে বিনা টাকায় রক্ত দান করে আসছেন। গ্রুপের এডমিন প্যালেন  সাংবাদিকদের জানাই, যে, সোনামুখির মাটিতে খুব শিঘ্রই সংগঠন অফিস তৈরি করবে তারা। এবং এলাকার সব ধরনের উন্নয়ন ও সেবা মূলক কর্ম বাস্তবায়নের লক্ষে কাজ করে যাবেন বলে তারা আশাবাদী। 

তারা আমাদের ফোন নাম্বার ও দিয়েছেন আপনেরা অবশ্যই কাহারো রক্ত প্রয়োজন হলে এই নাম্বারের যোগাযোগ করবেন।  জরুরি রক্তের প্রয়োজনে +8801719429296

সাধারণ জনগণ তাদের এই উদ্যোগে এই বিষয়ে তারা বলেন, খুবই সুন্দর একটা সেবা মূলক সংগঠন এটি আমরা চাই তারা যেনো আরো দায়িত্বশীল হয় এবং আমাদের দুঃখ কষ্টের সময় যেনো আমরা সব সময় এই সংগঠন কে, পাশে পাই । এবং তারা যেনো  আমাদের সকল ধরনের সাহায্য করে থাকে  সাধারণ জনগণ একটা আশা এবং তাদের জন্য আমরা  সব সময় দোয়া করি এই সংগঠন যারা কাজ করে তাদের জন্য।

কোন মন্তব্য নেই