শিরোনাম

বাগেরহাটের ফকিরহাটে নারীর মরাদেহ উদ্ধার- Chief TV - চিফ টিভি


বাগেরহাটের ফকিরহাটে নারীর মরাদেহ উদ্ধার
ছবি-প্রতিনিধি
 জিসান কবিরাজ - বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে এক নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মৌভোগ এলাকা থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরা দেহটি উদ্ধার করা হয়। নিহত তহমিনা বেগম (৩৮) মৌভোগ গ্রামের কাঠমিস্ত্রি সোহবান হাওলাদারের স্ত্রী। পরিবারের দাবি, ওই নারী আত্মহত্যা করেছেন।

তবে, পুলিশ বলছে- ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস জানান, মরাদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই