শিরোনাম

পরীক্ষার রেজাল্ট জানতে বগুড়ার স্কুলগুলোতে নেই শিক্ষার্থীদের ভিড় - Chief TV - চিফ টিভি

পরীক্ষার রেজাল্ট জানতে বগুড়ার স্কুলগুলোতে নেই শিক্ষার্থীদের ভিড় - Chief TV - চিফ টিভি

শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ

আজ প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। হাতে থাকা মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজেই মিলছে ফলাফল। তাই স্কুল গুলোতে নেই উত্তীর্ণ শিক্ষার্থীদের ভিড়। 

বগুড়ার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় এমন দৃশ্য। সকাল থেকেই স্কুল গুলোতে রেজাল্টের অপেক্ষায় শিক্ষকরা থাকলেও তেমন একটা দেখা মিলেনি শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে আরো শূন্য হয়ে পড়ে স্কুল প্রাঙ্গণ। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের উপস্থিতি না থাকলেও শতভাগ পাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষকরা। 

বগুড়া জিলা স্কুল থেকে এইবার মোট পরীক্ষার্থী ছিল ২৩৬ জন। এর মাঝে এ প্লাস পেয়েছে ২৩৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ জন। অন্য আরেকটি স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিল ২৪৩ জন। যার মধ্যে এ প্লাস পেয়েছে ২৩১ এবং জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১২ জন। 

 এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। 

এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

রোববার (১২ মে) বেলা ১১টার দিকে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অপরদিকে সর্বোচ্চ পাসের হার যশোরে যা ৯২.৩২, ঢাকায় ৮৯.৩২,  বরিশালে ৮৯.১৩, ময়মনসিংহে ৮৪.৯৭, চট্টগ্রামে ৮২.৮০, কুমিল্লায় ৭৯.২৩ এবং দিনাজপুরে ৭৮.৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

রাজশাহী বিভাগের সর্বোচ্চ পাশের হার রয়েছে বগুড়ার। এই জন্যেই বগুড়াকে বলা শিক্ষা নগর। এই জেলায় রয়েছে ছোট বড় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। রাজশাহী বিভাগের মধ্যে প্রত্যেক বছরই এ জেলার স্কুলগুলো অর্জন করে প্রথম স্থান। এ বছরেও জেলার বেশিরভাগ স্কুললের পাসের হার এসেছে শতভাগ। 

বগুড়ায় এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আনন্দের জোয়ার বইছে শিক্ষার্থীদের মাঝেও। অনেকেই এখন থেকেই চিন্তা করছে ভবিষ্যতে ভালো কলেজে ভর্তি নিয়ে। 

এ দিকে ছেলে মেয়েদের এমন ভালো রেজাল্টে আনন্দ প্রকাশ করেছেন অভিভাবকরাও।

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার সংখ্যাটি ছিল ২৬ হাজার ৮৭৭ জন। 

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। 

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য জানিয়েছেন।

কোন মন্তব্য নেই