সিলেটে জোরপূর্বক প্রবেশ করে সিল ও ব্যালট ছিনতাই- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সিলেটের বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনে নিদনপুর ভোট কেন্দ্রে কয়েকজন যুবক জোরপূর্বক প্রবেশ করে সিল ও ব্যালট ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিদনপুর সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে হঠাৎ করে কয়েকজন যুবক ঢুকে পড়ে। এ সময় তারা একটি ভোট কক্ষ থেকে শতাধিক ব্যালট পেপারের একটি বই ও সিল জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে র্যাব ও পুলিশ গিয়ে একজনকে আটক করলেও তার নাম জানা যায়নি।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হাসিব জীবন জানান, ছিনিয়ে নেয়া ব্যালট বই থেকে কয়েকটি ব্যবহার করা হয়েছে। অন্যগুলো অক্ষত ছিল। বিষয়টি তিনি ঊর্ধ্বতনদের জানিয়েছেন। তবে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এর আগে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় হট্টগোল শুরু হয়। পুলিশ গিয়ে ওই কেন্দ্র থেকে ৫ যুবককে আটক করেছে। এ ঘটনায় প্রায় ১৫ মিনিট ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল। পরে র্যাব ও বিজিবি গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল ৩ টার দিকে ওই কেন্দ্রে ফের ভোট গ্রহণ শুরু হয়।
কোন মন্তব্য নেই