ট্রেনে ছোড়া পাথর এসে লাগল যাত্রীর চোখের ওপর- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীতে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে। ওই পাথরটি লায়লা বানু (৪৫) নামের এক যাত্রীর চোখের ওপর লেগেছে।
সোমবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী কলেজ-দারোয়ানী স্টেশনের মাঝামাঝি এ ঘটনা ঘটে।
লায়লা বানু নীলফামারীর ডোমার পৌর এলাকার বাসিন্দা ও চিলাহাটি ডাকঘরের কর্মকর্তা হাফিজুর রহমানের স্ত্রী। তিনি রংপুরে স্বামীর চিকিৎসার জন্য ডোমার থেকে সৈয়দপুর শহরে আসছিলেন।
আহতের স্বামী হাফিজুর রহমান চিফ টিভিকে জানান, রংপুরে চিকিৎসার জন্য তিনি চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরে আসছিলেন। সৈয়দপুরে নেমে তিনি বাসযোগে রংপুরে যেতেন। ডোমার স্টেশন থেকে স্ত্রীকে তুলে নেন। ওই ট্রেনের ‘ক’ বগির ৪৫ ও ৪৬ নম্বর আসনে বসেন তারা।
খোলা জানালার পাশের আসনে বসেন তার স্ত্রী লায়লা খাতুন। ট্রেনটি নীলফামারী কলেজ-দারোয়ানী স্টেশনের মাঝামাঝি পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া একটি পাথর সজোরে চোখের ওপরে আঘাত করে লায়লার। এতে সেই অংশ ফেটে রক্তক্ষরণ হয়। পরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে স্ত্রীকে নিয়ে তিনি সেখানে নামেন। এ সময় রেলওয়ে নিরাপত্তাকর্মীরা তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে যান।
কোন মন্তব্য নেই