শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে রাতের আধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা - Chief TV - চিফ টিভি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে  রাতের আধারে স্থাপনা সহ সরকারি  জায়গা দখলের চেষ্টা - Chief TV - চিফ টিভি

তাজুল হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম যুক্ত টিনশেড সহ যায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্দ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত্র ১ টার দিকে  কৃষ্ণনগর বাজারের চাউল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের লোকজনের পাহারায় রাত্র ১টার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চাউলের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট বালু রড নিয়ে কাজ করছিল। 

বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ কে অবহিত করি পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশ দেয় এবং তাদের ব্যবহারিত নির্মাণ সামগ্রি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালীর জিম্মায় রেখে যায়।

কোন মন্তব্য নেই