শিরোনাম

বগুড়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার- Chief TV - চিফ টিভি

বগুড়ায় র‌্যাবের অভিযানে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি-প্রতিনিধি


শুভজিৎ সরকার : স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে (৫৫) দীর্ঘ প্রায় ২৫ বছর পর  গ্রেফতার করেছে বগুড়া র‍্যাব-১২।

রবিবার (১৯ই মে) রাত ৮টার দিকে বগুড়া র‍্যাব -১২ বগুড়ার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুর রহিমকে (৫৫) গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামি হলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার প্রতাব খাদুলী গ্রামের খলিলুর রহমানকে ছেলে আব্দুর রহিমকে (৫৫)।

সোমবার(২০ মে) দুপুর ১টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

এ বিষয়ে প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী স্কোয়াড কমান্ডার সোহেল রানা বলেন,গত ১৯৯৯ সালে আসামী আব্দুর রহিম তার আপন চাঁচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপন করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা‍য় আসামি আমিনুরের যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে তখন থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত এই আসামি।

প্রেস ব্রিফিং তিনি আরোও জানান, আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাবের তৎপরতায় এক গোপন সংবাদে জানতে পারেন যে আসামি বগুড়ার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ই মে) রাত ৮ টার দিকে সেখানে র‌্যাব-১২ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই