নাগেশ্বরীতে বইছে ভোটের হাওয়া - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা মাঠে ঘাটে গ্রাম শহরে ভোটারের মাঝে ছুটছেন। বিভিন্ন হোটেলে চলছে ভোটারদের আনা-গুনা এবারে আনন্দ উৎসবে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে প্রার্থী ও ভোটাররা। মাইকিং, পোস্ট, ফেক্সুন দিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
এবারে উক্ত নির্বাচনের প্রার্থী হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,ঘোড়া প্রতীকে সন্তোষপুর ইউনিয়নের ৪ বারের সফল চেয়ারম্যান লিয়াকত আলী( লাকু),আনারস প্রতীকে নাগেশ্বরী সরকারি কলেজের সাবেক প্রবাশক শহিদুল ইসলাম (মুকুল),কাপ-প্রিজ প্রতীকে কে এম মহিবুল হক (খোকন), হেলিকপ্টার প্রতীকে রোকনুজ্জামান জামান (শিমু)।
মহিলা ভাইরাস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা ভাইরাস চেয়ারম্যান আমিনা বেগম (অনন্যা),সেলাই মেশিন প্রতীকে মিন-রা খাতুন,ফুটবল প্রতীকে ফেরদৌসী খাতুন,হাস প্রতীকে সাবেক জেলা পরিষদ সদস্য লাভলী বেগম।
ভাইরাস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রবিউল ইসলাম রুবেল, চশমা প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালে, উড়োজাহাজ প্রতীকে তপন দাস প্রদীপ, তালা প্রতীকে মানিক মিয়া,টিউবওয়েল প্রতীকে মেহেদী হাসান।
সাধারণ মানুষ বলছে,যার ভিতরে সৎ এবং সততা আছে এবং সৎ ভাবে মানুষের আপদ বিপদের এগিয়ে আসবে, উন্নয়ন মূলক কাজ করবে আমরা তাকেই নির্বাচিত করবো।
কোন মন্তব্য নেই