দিঘলিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে ৫২ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট প্রদান চলে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ মারুফুল ইসলাম (আনারস) ও ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা (চশমা) এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার হিরা (কলস) নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শেখ মারুফুল ইসলাম ৩৪ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মল্লিক মহিউদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট । মোহাম্মদ জাকির হোসেন মোটরসাইকেল ২৯২৭ ভোট পান এবং এনামুল হাসান মাসুম হেলিকপ্টার প্রতিকে ১৭৩৭ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ১২ হাজার ৬৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী রেজা বাচা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ওরফে আসাদ খামারী তালা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯০৭ ভোট। জামির মোরশেদ মাসুম টিউবওয়েল ৯৮৬৬ ভোট পান।গবিন্দ মন্ডল প্রতিক টিয়াপাখি ৬২১৫ ভোট পান, শেখ এনামুল পালকি ৫৩৩৬ ভোট পান,বজলু রহমান ফকির মাইক ৩৯৯৯ ভোট পান ।
এদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নাসরিন আক্তার (হিরা) প্রতীক কলস। তিনি পেয়েছেন ২৯ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮০০ ভোট। মমতাজ শিরিন ময়না ফুটবল প্রতিকে ৭১০২ ভোট পান।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার ৭৪৮ জন।পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৫১ জন ও মহিলা ভোটার ৬৫ হাজার ১৯৭ জন।৫৭ হাজার ৪৫৩ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।মোট ভোটের শতকরা হার ৪৩.৯৪%।
এবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি ছিল।কোনো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি।
কোন মন্তব্য নেই