শিরোনাম

কাউনিয়ায় তিনটি ইট ভাটা বন্ধ করল প্রশাসন- Chief TV - চিফ টিভি

কাউনিয়ায় তিনটি ইট ভাটা বন্ধ করল প্রশাসন
ছবি-প্রতিনিধি
আবদুল্লাহ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 

মহামান্য হাই কোর্টের নির্দেশে কাউনিয়ায় তিনটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। ভাটা তিনটি হলো থ্রি ষ্টার ব্রিক্স, ফাইভ স্টার ব্রিক্স এবং আরজু ব্রিক্স।

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে গত শনিবার বিকালে মহামান্য হাই কোর্টের নির্দেশে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট এলাকায় থ্রি ষ্টার ব্রিক্স, কুর্শা ইউনিয়নের বরুয়াহাট চারমাথা এলাকর ফাইভ স্টার ব্রিক্স এবং আরজু ব্রিক্স এর লাইসেন্স না থাকায় ভাটা তিনটি অনিদৃষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, পরবর্তিতে হাই কোর্টের নিদের্শনা না আসা পর্যন্ত ভাটা তিনটি বন্ধ থাকবে, এছাড়াও অনান্য ভাটা গুলোতেও যদি এমন সমস্যা পাওয়া যায় তবে সে গুলোও বন্ধ করে দেয়া হবে। স্থানীয়রা পরিবেশ রক্ষায় মহামান্য হাই কোর্ট ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে।

কোন মন্তব্য নেই