শিরোনাম

নির্বাচনকে ঘিরে উৎসব মুখর দিঘলিয়া উপজেলা-Chief TV - চিফ টিভি

নির্বাচনকে ঘিরে উৎসব মুখর দিঘলিয়া উপজেলা।
ছবি-প্রতিনিধিঃ

নির্বাচনকে ঘিরে উৎসব মুখর দিঘলিয়া উপজেলা

শাহাদাত হোসেন নোবেল-দিঘলিয়া ভ্রমমান প্রতিনিধি 
খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাচন ক্রমেই জমজমাট হয়ে উঠছে। বিশেষ করে চেয়ারম্যান পদ ও পুরুষ ভাইস চেয়ারম্যান  প্রার্থি নির্বাচনী প্রচারণা ঘিরে উপজেলার  ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে উৎসব।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচার নিজ কৌশলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নির্বাচনকে ঘিরে চলছে নানামুখী মেরুকরণ হচ্ছে।

খুলনা জেলার ৩টি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বী । এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন উপজেলা নির্বাচনে।  

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন শেখ মারুফুল ইসলাম প্রতীক আনারস, দোয়াত-কলম প্রতীকে দিঘলিয়ার সাবেক ৩ মেয়াদে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন, মোটর সাইকেল প্রতীকে রয়েছেন তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন ও স্টার জুট মিলের সাবেক শ্রমিক নেতা গাজী এনামুল হাসান মাসুম প্রতীক হেলিকপ্টার।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দিঘলিয়া উপজেলায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা প্রতীক  চশমা, সৈয়দ জামিল মোরশেদ মাসুম প্রতীক  টিউবয়েল, মোঃ আসাদুজ্জামান (আসাদ খামারী) প্রতীক  তালা, মোহাম্মদ এনামুল ইসলাম প্রতীক উড়োজাহাজ, শেখ ইনামুল প্রতীক পালকি, বজলুর রহমান ফকির প্রতীক  মাইক এবং গোবিন্দ মন্ডল  প্রতীক টিয়া পাখি। 

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ নারী নেত্রী লড়ছেন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না প্রতীক ফুটবল, নাসরিন আক্তার প্রতীক  কলস ও সাবেক সেনহাটি ইউপি সদস্য নাসিমা বেগম প্রতীক পেয়েছেন হাঁস। 

ইতোমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠ গরম করতে সরব হয়েছেন প্রচার ও প্রচারণার মাঠে। কি জনগণকে দিয়েছে এবং নির্বাচিত হতে পারলে কি দেবেন কি করবেন মহল্লায় মহল্লায় মিটিং, উঠান বৈঠক ও মাইকে উন্নয়নের অঙ্গীকার নামা প্রচার করছেন। প্রার্থীর পক্ষে রকমারী গানও প্রচারিত হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দিঘলিয়া উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায়।

দিঘলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৫১ জন এবং মহিলা ভোটার ৬৫ হাজার ১৯৭ জন।

কোন মন্তব্য নেই