শিরোনাম

নীলফামারীতে তিনটি দোকান আগুনে পুড়ে ৪৬ লাখ টাকার ক্ষতি- Chief TV - চিফ টিভি


নীলফামারীতে তিনটি দোকান আগুনে পুড়ে ৪৬ লাখ টাকার ক্ষতি
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন - নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ দোকানে ৪০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানদারদের। দোকানগুলো হলো আইডিয়াল হোমিও হল, বৈশাখি সুইট্স ও সাইফুল্যা মোটরসাইকেল গ্যারেজ।

বুধবার (২২ মে) দুপুরে দিকে জেলা শহরের ওই স্থানে এ ঘটনা ঘটে। নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ও স্টেশন ইনচার্জ ধারণা করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সাইফুল্যা গ্যারেজের মালিকের ছেলে সামিম হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল হোমিও হল থেকে আগুনের সূত্রপাত হয়ে আমার দোকানসহ আরো দুইটি দোকান আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৈশাখি সুইটসের মালিক শুশান্ত জোয়ারদার বলেন, আমার দোকানের আর কিছুই রইল না। একটি মোবাইল ও নগদ ক্যাশ তিন লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই। এ সময় আইডিয়াল হোমিও হল দোকানটি বন্ধ থাকায় মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে, নীলফামালী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও সব মালামাল পুড়ে ছাই হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই পাশের আইডিয়াল হোমিও হল, বৈশাখি সুইট্স নামের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরও ৩-৪ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইডিয়াল হোমিও হলে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই