শিরোনাম

বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ,ভ্রাম্যমানের জরিমান - Chief TV - চিফ টিভি

- Chief TV - চিফ টিভি

শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে সদর ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ ও পণ্যের মোড়ক পরিবর্তন করে পণ্যের গায়ে নতুন মোড়ক লাগিয়ে বিক্রি করার অপরাধে স্বপন চন্দ্র নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৩মে) বগুড়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খাইরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এবং অর্থদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত স্বপন কুমার সরকার নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্তর ছোট ভাই। এ সময় নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে স্বপন কুমার সরকারের দোকান ও বাসা থেকে লেবেল পরিবর্তন করে নতুন লেবেল লাগানো, লেবেল ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ ৫০ কার্টুন কীটনাশক জব্দ করেন। জব্দকৃত কীটনাশকের বাজার মূল্য ৫ লাখ টাকা। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান এ জরিমানা করেন।

কোন মন্তব্য নেই