শিরোনাম

শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ শাজাহানপুর ভোট কেন্দ্রে আটক- Chief TV - চিফ টিভি


শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ শাজাহানপুর ভোট কেন্দ্রে আটক
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ ভোটের ৩য় ধাপের ভোটগ্রহণের সময় শেরপুর পৌরসভার ভোটার হয়ে শাজাহানপুর উপজেলায় ভোটকেন্দ্রে এসে আনারস প্রার্থীর পক্ষে স্লিপ বিতরণের অভিযোগে এক কাউন্সিলরকে আটক করা হয়েছে। নির্বাচনীয় বিধিমালা লঙ্ঘনের জন্য আটক করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরান। ভোটকেন্দ্রে তিনি সাজেদুর রহমান সাহীনের আনারস প্রতীকের হয়ে কাজ করছিলেন। 

এ বিষয়ে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল নাইম বলেন, বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার কাউন্সিলর ইমরান শুভ আনারস প্রতীকের পক্ষে স্লিপ বিতরণ করছিলেন। মূলত তিনি একজন বহিরাগত। বহিরাগত হয়ে তিনি এ কাজ করতে পারেন না। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

কোন মন্তব্য নেই