শিরোনাম

নীলফামারীতে ভাইয়ের হাতে ভাই খুন- Chief TV - চিফ টিভি


নীলফামারীতে ভাইয়ের হাতে ভাই খুন
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন - নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কলার কাঁদি নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে এ ঘটনা ঘটে। এদিন রাত ২টার দিকে বড় ভাই শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আটককৃতরা হলেন- হেলালী বেগম (২০), আলিফা বেগম (৪০), মাসুম (২৫), আশরাফুল (১৭)।মৃত বড় ভাইয়ের নাম শফিকুল ইসলাম। ছোট ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তারা উভয়েই রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজার গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

জানা যায়- শুক্রবার দুপুরে কলাগাছ কেটে একটি কলার কাঁদি বাড়িতে নিয়ে যায় ছোট ভাই দুলু মিয়া। এ সময় বড় ভাই শফিকুল কলার কাঁদিটি তাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলেন। ছোট ভাই দুলু কলার ভাগ কাউকে দিতে অস্বীকৃতি জানায়।

এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটা কাটি শুরু হলে এক পর্যায়ে ছোট ভাই দুলু লাঠি দিয়ে বড় ভাই শফিকুলর মাথায় আঘাত করেন। এতে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে যান। তার স্ত্রী মহছিনা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন দুলু।

এলাকাবাসী ঐ দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঐদিন (শুক্রবার) রাত ২টার সময় শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী মহছিনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, কলার কাঁদি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় আঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই