শিরোনাম

খুলনা-মোংলা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় নিহত ১ - Chief TV - চিফ টিভি

খুলনা-মোংলা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় নিহত ১ - Chief TV - চিফ টিভি
                                                                         ছবিঃ প্রতিনিধি
 জিসান কবিরাজ, বাগেরহাট প্রতিনিধিঃ 

মোংলা-খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। শনিবার (৪মে) দুপুরে মোংলা খুলনা মহাসড়কের রামপালের ফয়লাবাজার নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হানিফা শেখ (২২) উজলকুড় গ্রামের মোঃ শরিফুল শেখের পুত্র । 

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটাখালির দিক থেকে আসা মোংলাগামী বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী মোঃ হানিফা শেখ (২২) কে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে স্থানীয় ফয়লা পুলিশ ফাঁড়ি ও কাটাখালি  হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাটাখালি হাইওয়ে ফাড়িতে নিয়ে যায়। 

এর রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছিল।

কোন মন্তব্য নেই