কমিশন না পাওয়ায় গার্মেন্টস শ্রমিকের উপর হামলা ১০ জন শ্রমিক আহত - Chief TV - চিফ টিভি
ডেস্ক রিপোর্টারঃ
গাজীপুরে গার্মেন্ট শ্রমিক নেতার গড়ে তোলা গ্যাংয়ের হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করছেন, শুধু আহত করেই ক্ষান্ত হয়নি, উল্টো গভীর রাতে পুলিশ নিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়েছে।
ভুক্তভোগীরা জানান, তারা গাজীপুরের বাসন থানা এলাকার সাং কোয়াং গার্মেন্টসের শ্রমিক। ওই প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়নের সঘোষিত সভাপতি আল আমিন শ্রমিকদের জিম্মি করে বিভিন্ন ফয়দা লুটছে। গত মাসের ২৮ তারিখ শ্রমিক হাজিরা ও উৎসব বোনাস বৃদ্ধির কথা বলে তিন দিন কাজ বন্ধ করে রাখে।
এরপর মালিকদের সাথে কথা বলে নিজে লাভবান হয়ে কাজে যোগ দিতে বলে। কিন্তু শ্রমিকরা তার চালাকি বুঝতে পেরে বন্ধ রাখা তিন দিনের বেতন দাবি করে। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারী কয়েকজনকে বেধড়ক মারধর করে। পরে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু আল আমিনের ক্ষোভ মেটেনি। ছুটির সময় তার গড়ে তোলা বাহিনীর বিল্লাল, জাহিদ, মাসুদ হাশেম, জাহিদ, তারা মিয়া, রুবেলসহ ১০-১৫ জন লাঠিসোটা ও গার্মেন্টেসের কাইচি নিয়ে গেটের বাইরে অপেক্ষা করতে থাকে। শ্রমিকরা বের হলেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুর্বৃত্তদের কোপ ও লাঠির আঘাতে গুরুতর আহত মাহমুদ হাসান জয়, মোঃ এরশাদ, মোঃ সুমন, নীপা আক্তার, নাসিরসহ ১০ জন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে ৬ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে নাসিরের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে।
শ্রমিকরা জানান, শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি আল আমিন। কৌশলে রাতের আঁধারে পুলিশ নিয়ে আহতদের বাসায় অভিযান চালিয়েছে। পুলিশকে জানিয়েছে, আহতরা গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। অথচ পুরো ঘটনাটি আল আমিন তার স্বার্থ হাসিলের জন্য করে অন্যদের ফাঁসিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, আল আমিন ১৪ শ শ্রমিকের কাছ থেকে চাঁদা তুলে। সেই টাকার কিছু অংশ দিয়ে বাহিনীর খরচ মেটায়। ভুক্তভোগীরা বলেন, এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নিলেও তা মামলা হিসেবে এখনো গ্রহণ করেনি।
এ বিষয়ে আল আমিন বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। প্রথমে কয়েকজন শ্রমিক আল আমিনসহ কয়েকজনকে মারধর করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে কয়েকজন আহত হয়, যা পুলিশ অবগত রয়েছে।
কোন মন্তব্য নেই