শিরোনাম

কচুয়ায় চোরাইকৃত অটোরিক্সা’সহ গ্রেফতার - Chief TV - চিফ টিভি

কচুয়ায় চোরাইকৃত অটোরিক্সা’সহ গ্রেফতার
ছবি-প্রতিনিধি   
আনোয়ার হোসেন (রাজ) - চাঁদপুর (কচুয়া) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ চোরাইকৃত ১টি অটোরিক্সাসহ চোর চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের গুলবাহার বাবুলের বাপের ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

কাদলা ইউনিয়নের কচুয়া টু কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর থেকে স্থানীয় লোকজন একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৪ জন চোরকে  আটকের পর কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে অবহিত করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস আই (নি:) যশমন্ত মজুমদারকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠান।

এস আই যশমন্ত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওসির দিকনির্দেশনায় কাদলা ইউনিয়নের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর পৌঁছলে উপস্থিত লোকজন জানায়, সিএনজির পেছনে চোরাই অটোরিক্সাটি দড়ি দিয়ে বেঁধে চোরচক্র বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।এ সময় স্থানীয় লোকজন ১টি সিএনজি যাহার আনুমানিক মূল্য -৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা),চোরাই অটোরিক্সা যার আনুমানিক মূল্য -৬০,০০০ (ষাট হাজার টাকা) সহ  ৪ জন চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামের বিল্লাল হোসেন মৌতাহিতের ছেলে মাছুম হোসেন (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু সিকদার (২৭), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মান্নান মিয়ার ছেলে রমজান (৩২), কচুয়া উপজেলার পলাশপুর শীল বাড়ির মৃত ইন্দ্রলাল চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪২)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই