চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটার গানসহ আটক- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান সহ মোঃ হাসিম (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার রাতে সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া এলাকা থেকে তাকে ওয়ান শুটার গানসহ আটক করা হয়। আটককৃত যুবক হলেন, রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন শিরইল কলোনী এলাকার নুর হাসানের ছেলে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। এ সময় জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকায় অবস্থান করছে।
এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় নজরদারি শুরু করে। পরবর্তীতে উক্ত এলাকায় এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তী স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশীকালে তার শরীরের বিভিন্ন অংশ থেকে ওয়ান শুটার গান গুলো জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
কোন মন্তব্য নেই