শিরোনাম

সিল মারা ব্যালটের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে- Chief TV - চিফ টিভি

সিল মারা ব্যালটের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন,নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার পরে গোপন কক্ষে ব্যালটের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন মাসুদ সরকার নামে এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে ছবিটি সরিয়ে নেন তিনি।

বুধবার (২৯ মে) সকালে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন মাসুদ। তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুদ মোবাইল ফোনসহ ভোটকক্ষে প্রবেশ করে আনারস প্রতীকে সিল মারেন। এরপর সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। এতে সমালোচনার ঝড় এবং ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার অভিযোগ উঠে।

ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি ফেসবুকে দেওয়ার বিষয়ে জানতে মাসুদার রহমান মাসুদের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করে বিষয়টি আমি বুঝতে পেরেছি বলে কল কেটে দেন। এরপর তিনি আর কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে, রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবে।

ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি ফেসবুকে দেওয়া যাবে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আপনি আগে ছবিটা আমাকে পাঠান, তারপর দেখে জানাব। ছবি পাঠানোর পর একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কোন মন্তব্য নেই