শিরোনাম

দিঘলিয়া আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আলি রেজা (বাচা) - Chief TV - চিফ টিভি

দিঘলিয়া আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আলি রেজা (বাচা)  - Chief TV - চিফ টিভি

শাহাদত হোসাইন নোবেল, দিঘলিয়া উপজেলা প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা,জুবদিপুর, বারাকপুর, সেনহাটি,গাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ভাইসচেয়ারম্যান পদপ্রার্থি আলি রেজা বাচা ।

 তিনি ভোটারদের মাঝে লিফলেট প্রদান ও সবার দোয়া আশীর্বাদ নিয়ে ভোট প্রার্থনা করছেন। গত ১২ই মে রবিবার  সকাল থেকেই ব্যাপক গণসংযোগের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন। এলাকার উন্নয়ন, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া ও সৎ ভাবে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে এলাকার জনগণদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি বলেন, এবারে মানুষের মধ্যে তাকে নিয়ে ভালো কিছুর করার আশা জেগে উঠেছে তাই তিনি এই গণজোয়ারে জনগণের জন্য নতুন এবং ভালো কিছু করবেন।

আসন্ন দিঘলিয়া উপজেলার ষষ্ঠ উপজেলা নির্বাচন আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে দিঘলিয়া, তেরখাদা, ফুলতলা তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা সবাই ভোটারদের আকৃষ্ট করতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। আরো দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। উপজেলা শহর থেকে প্রত্যান্ত গ্রামগঞ্জে সবখানে ছেয়ে গেছে পোস্টারে। প্রত্যেক প্রার্থী নির্বাচনে জয়ী হতে সার্বিক ক্ষমতা ব্যবহার করছেন।

আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আলি রেজা বাচা ৫ বছর সৎ, দক্ষ ও সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছে। 

এবারও জনগনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের পাশে থাকবেন বলে অঙ্গিকার বদ্ধ ।

কোন মন্তব্য নেই