শিরোনাম

খুলনা শতবর্ষী বটগাছ ঘূর্ণিঝড় রেমালে উপড়ে পড়ল, আশ্রয় হারালো নদী পারাপার যাত্রীরা- Chief TV - চিফ টিভি

 

খুলনা  শতবর্ষী বটগাছ ঘূর্ণিঝড় রেমালে উপড়ে পড়ল, আশ্রয় হারালো নদী পারাপার যাত্রীরা
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল ,খুলনা প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া নগরঘাট ফেরিঘাট পার হলেই বিশাল শতবর্ষীয় বটগাছটি গতকাল সোমবার (২৭ মে) শেষ রাতে ঝড়ে উপড়ে পড়ে যায়। বটগাছটি ঝড়ে উপড়ে পড়ায় কষ্টও পেয়েছেন অনেকেই।

তাদের অধিকাংশই স্থানীয় প্রবীণ ব্যক্তি। তাদের অনেকের অনেক স্মৃতি জড়িত ওই বটগাছের সঙ্গে।

সরেজমিনে গিয়ে নগর ঘাটের মাঝি মোঃ সাদেক বলেন গাছটা পড়াতে মনে কষ্ট পাইছি ভাই। এই বটগাছের বয়স ১০০ বছরের বেশি হবে। মাঝিরা জানায়, গাছটি এভাবে উপড়ে পড়বে ভাবতে পারিনি। তবু শুকরিয়া আদায় করছি কোনো দুর্ঘটনা না ঘটার জন্য।

এদিকে, বটগাছটি উপড়ে পড়ার খবর শুনে অনেকেই গাছটি দেখতে আসেন। এলাকার এ প্রাচীনতম বটগাছটি উপড়ে পড়ায় বাদুরসহ নানা জাতের দেশ-বিদেশের পাখির আশ্রয়স্থল হারানো ও তাদের নতুন আশ্রয়স্থল নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন এলাকার মানুষ।

বটগাছটি উপড়ে পড়ায় চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। খুলনার ফায়ার সার্ভিসের একটি দল গাছকেটে রাস্তা পরিষ্কার ও ঝড়ের প্রভাব থেকে জনগনের পাশে কাজ করে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই