সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
তারেক রহমান -সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অদ্য ১৮ মে রোজ শনিবার রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় পুলিশ লাইন্স সিরাজগঞ্জে আগমন এবং অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ অনুষ্ঠান ও বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। পরে রিজার্ভ অফিস পরিদর্শনসহ পুলিশ লাইন্সের সকল কার্যক্রম সম্পন্ন করেন।
পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের দৈনন্দিন যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(পুলিশ সুপার) জনাব মোহাম্মদ শরিফুল হক মহোদয়সহ সিরাজগঞ্জ জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জবৃন্দ, ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

কোন মন্তব্য নেই