শিরোনাম

শহীদ আহসান উল্লাহ মাস্টার এম,পি'র বিশ তম শাহাদাৎ বার্ষিকী- Chief TV - চিফ টিভি

শহীদ আহসান উল্লাহ মাস্টার এম,পি'র বিশ তম শাহাদাৎ বার্ষিকী
ছবি-প্রতিনিধি 
মাহাবুল ইসলাম - গাজীপুর প্রতিনিধিঃ

৭ ই মে  শ্রমিক জনতার অধিকার আদায়ে প্রতিক শুদ্ধ রাজনীতির ধারক আদর্শ শিক্ষক, স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর) জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এম,পি'র ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  বঙ্গবন্ধু কলেজ মাঠে  গাছা গাজীপুর ।

অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মাহবুব‌উল আলম হানিফ এমপি বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ জাহিদ হাসান রাসেল এমপি সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী আলহাজ্ব মোঃ আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী। 

সভাপতি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ মহি  সভাপতি গাছা থানা গাজীপুর  আলহাজ্ব মোঃ জুয়েল মন্ডল কাউন্সিল ৩৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল  গাজীপুর  সিটি করপোরেশন  । শহীদ আহসান উল্লাহ মাস্টার এম,পি'র বিশ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন  এবং মোনাজাত করেন  শহীদ আহসা উল্লাহ মাস্টার খুনিদের বিচার ও ফাঁসি কার্যকর করা জন্য  আহ্বান করেন। অতি শীঘ্রই খুনিদের বিচার হয় ।

কোন মন্তব্য নেই