বগুড়ায় মোড়কজাত আইন অমান্য করায় রুচিতা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার শাজাহানপুর উপজেলার রুচিতা ফুড প্রোডাক্টস কারখানায় পুণ্যের অগ্রীম উৎপাদনের তারিখ ব্যবহার এবং মোড়কজাত আইন অমান্য করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও সংরক্ষণের দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ সোমবার (২০মে) দুপুরে দিকে এ অভিযান পরিচালনা ও জরিমানা করেন ভ্রাম্যমান আদাল।
এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান৷ এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাসহ শাজাহানপুর থানা পুলিশও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেহেদী হাসান জানান,রুচিতা ফুড প্রোডাক্টস নামক একটি বেকারীতে আজ অভিযান পরিচালনার সময় তাদের পণ্যের গায়ে থাকা উৎপাদনের তারিখ অগ্রীম/আগাম (২১/০৫/২৪)ব্যবহার করতে দেখা যায়। যা মোড়কজাত আইন অমান্যকর।এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও সংরক্ষণ করছিলেন।এই সকল অপরাধের কারনে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
তিনি আরো বলেন,প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।ভবিষ্যতেও আমাদের অভিযান চলমান থাকবে।
কোন মন্তব্য নেই