কুড়িগ্রামের ৩য় ধাপে শেষ ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ - Chief TV - চিফ টিভি
আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
১৩ মে, সোমবার দুপুরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ পূবন আখতার পর্যায়ক্রমে ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এসময় অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ জন।
নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
আগামী ২৯ মে এ ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই