শিরোনাম

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত - Chief TV - চিফ টিভি

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ছবি-প্রতিনিধি
বুলবুল আহমেদ  বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৫৫) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল ছাওয়াল কালী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। আব্দুর রশিদ (৫৫) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারোরা গ্রামের মৃত ফারেজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুর রশিদ গরু বিক্রয়ের জন্য আক্কেলপুর বাজারে যাওয়ার পথে কেশাইল ছাওয়াল কালী বাজারে পৌছলে তুষ বোঝায় একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন । দূর্ঘটনার পর পরই ভটভটির চালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় বদলগাছী ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কম্প্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

কোন মন্তব্য নেই