পাঁচবিবি ধরঞ্জী ডিকেএসপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
জয়পুরহাটরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) এর আয়োজনে ধরঞ্জী ডিকেএসপি ফুটবল টুর্নামেন্ট/২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪জুন) বিকেলে ধরঞ্জী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিকেএসপির প্রধান উপদেষ্টা মোঃ সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন, ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও বিজিবি সদস্য কারিমূল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য লাইজুর রহমান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুর ইসলাম,সাবেক ফুটবলার মোতালেব হোসেন, সুনজিদ হাসদা, ফাররোখ হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মির্জাপুর নয়াপাড়া ইউনাইটেড ক্লাব ও ধরঞ্জী হাইস্কুল বয়েজ ক্লাব অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারাই ১-১ পয়েন্ট অর্জন করেন।
কোন মন্তব্য নেই