শিরোনাম

পরকীয়ায় প্রেমিকের হাতে জবাই হলেন প্রেমিকা - Chief TV - চিফ টিভি

পরকীয়ায় প্রেমিকের হাতে জবাই হলেন প্রেমিকা
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধিঃ 

আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া সোহাগের বাসায় দুপুর আনুমানিক ৩ঘটিকার সময় প্রেমিক শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) এর হাতে জবাই হোন প্রেমিকা সুমাইয়া আক্তার (২৪)।

এ সময় এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আটক করে হত্যাকাণ্ডের মূল আসামীকে শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে Rab 4 উপস্থিত হন। ঘটনাস্থলে Rab 4 উপস্থিত হলে এলাকার লোকজন আসামীকে Rab 4 হাতে হস্তান্তর করে।

জবাই করেন নাটোর জেলার লালপুর থানার গোপালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)। শহিদুল ইসলাম বিদ্যুৎ ঢাকার আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া সোহাগের বাসার ভাড়াটিয়া।

ভিকটিম সুমাইয়া আক্তারের (২৪) স্বামী মাসুদ রানা। সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। তারা আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া একই বাসার ভাড়াটিয়া।

এলাকার লোকজন বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎ ও সুমাইয়া আক্তার তারা দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন । দুই ফ্যামিলির সবাই এ বিষয়ে জানতো এবং অনেকবার বাড়িওয়ালা গোপনে সবাই এদের সমাধান ও বিচার করেছিল। তাদের দেড় বছরের সম্পর্ক ছিলো বলে জানা যায়।

Rab 4 সাভার ক্যাম্প এর কমান্ডার রাকিব মাহমুদ জানায়। পরকীয়া ও প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটে, আমরা হত্যায় ব্যবহৃত ছুরি ও আলামত সংগ্রহ করেছি, আইন অনুযায়ী মামলা প্রস্তুতি চলছে।


কোন মন্তব্য নেই