দায়িত্ব গ্রহণ করলেন র্যাবের নতুন মহাপরিচালক - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
র্যাব ফোর্সেস এর ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। বুধবার সকালে র্যাব সদর দফতরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগক জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মাহবুর আলম ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পাশাপাশি দুপুর সোয়া ১২টায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এদিন দুপুর ২টায় র্যাব মহাপরিচালক গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
কোন মন্তব্য নেই