দুপচাঁচিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান কে নিয়ে প্রথম মাসিক সভা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ সে জুন সোমবার উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান আহম্মেদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে সর্বসম্মতিক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় স্বাগত বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা অনুরুপ বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দীন সরকার, সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক, ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মদ আবু তাহের, শাহজাহান আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই