শিরোনাম

সাতক্ষীরায় সেমাই ও চানাচুর ফ্যাক্টরী টাস্কফোর্সের অভিযানে জরিমানা - Chief TV - চিফ টিভি

 

সাতক্ষীরায় সেমাই ও চানাচুর ফ্যাক্টরী টাস্কফোর্সের অভিযানে জরিমানা
ছবি-প্রতিনিধি
আজগার আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরায় নোংরা ও অপরিছন্ন পরিবেশে মানহীন সেমাই ও চানাচুর উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যে ২রা জুন রোববার শহরের ঘোষপাড়া এবং এল্লারচর সড়কের চালতেতলা বাজারস্থ মেজো মিয়ার মোড়ে উক্ত অভিযান চালানো হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাতক্ষীরা অফিস জানায়, রোববার বেলা ১টার দিকে এল্লারচর সড়কের মোঃ জিয়াউল হকের মালিকানাধীন মেসার্স মামুন এন্ড ব্রাদার্স নামক একটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অপরিছন্ন পরিবেশে মানহীন সেমাই উৎপাদন করায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে রোববার বেলা ২টার দিকে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ায় অবস্থিত শেখ আব্দুস সামাদের মালিকানাধীন ইভা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় একই অভিযোগে চানাচুর ফ্যাক্টরী সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা উক্ত অভিযান পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই