শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় চা দিবস ২০২৪ উদযাপন- Chief TV - চিফ টিভি

 

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় চা দিবস ২০২৪ উদযাপন
ছবি-প্রতিনিধি
এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধিঃ  

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ৪র্থ জাতীয় চা দিবস উদযাপিত হয়েছে। থানা রোডে অবস্থিত ‘রাজ টি স্টোর’ এর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৬ টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়।

’রাজ টি স্টোর’ এর  স্বত্বঅধিকারী  আব্দুর রহমানের সভাপতিত্বে চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু। এ সময় মিলিনিয়াম ইলেক্ট্রনিক্স এর স্বত্তাধিকারী সঞ্জয় কুমার ঘোষ, সিঙ্গার শোরুমের ম্যানেজার হাসানুজ্জামান, মাইওয়ান এর ম্যানেজার মতিউর রহমান, যুবলীগ নেতা নুরুজ্জামান খোকন, শেখ সাদিক, আইটিও রাব্বি হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই