বগুড়ায় সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় টানা দুইদিনের ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে রাস্তায় উপরে পড়ল বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ। এতে প্রায় ২ঘন্টা ব্যাহত হয় গাড়ি চলাচল। বগুড়া সদর উপজেলাধীন বনানী এলাকার সাত মাথা থেকে শেরপুর রোডে এ ঘটনা ঘটে। সড়কে গাছ ভেঙ্গে পড়ায় সাড়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল একটি লাইনে।
জানা যায়,রবিববার (৩০জুন) সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ করে গাছটি রাস্তায় উপরে পরে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ারসার্ভিসকে খবর দিলে ঘটনা স্থানে তারা এসে গাছটি অপসারণ করারা কাজ শুরু করে।
এ বিষয়ে বগুড়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আমরা সকাল ১১টায় খবর পেয়ে এসে দেখি বৃহত্তর একটি কৃষ্ণচূড়া গাছ রাস্তার উপরে পড়ে আছে। গাছটি অপসারণের জন্য আমরা ৮জনের একটি দল কাজ শুরু করি। প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় রাস্তায় যান চলা চল সচল করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, ভারী বৃষ্টি ও বাতাসে কারণে গাছের গোরার মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি উপরে পরেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোন মন্তব্য নেই