ইইউ নির্বাচনে পরাজয়, পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু। ইইউ ফেডারেল নির্বাচনে ৯০ শতাংশ ফলাফল প্রকাশের পরই তার দল ওপেন ফ্লেমিশ লিবারেল অ্যান্ড ডেমোক্র্যাটসের (ওপের ভিএলডি) পরাজয় নিশ্চিত হয়ে যায়। কারণ তার দল মাত্র ৫ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। ইউরোপের পার্লামেন্টে এমন শোচনীয় হারের পরই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে আগামীকালই (সোমবার) পদত্যাগ করব। নিজের দলের ভরাডুবির জন্য তিনি নিজেকে দায়ী করে অনুশোচনা প্রকাশ করেছেন। তবে তিনি মনে করেন এমন হতাশাজনক ফলাফল সত্ত্বেও তার দলের ভবিষ্যত আশাব্যঞ্জক। তিনি বলেন, আমরা ফিরে আসব।
দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার (১০ জুন) প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রুর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।
কোন মন্তব্য নেই