কিশোরগঞ্জে ভেড়া পিজি খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীর কিশোরগঞ্জে ভেড়া পিজি খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৪ জুন) দুপুর ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রকৃত ভেড়া পিজি খামারীদের এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার রণচন্ডী ইউনিয়নের বাফলা ভেড়া পিজি খামারী ৩৮ জন মহিলা সদস্যদের মধ্যে বোল ২৫ লিঃ ৩৮ টি, বোল ৩০ লিঃ ৩৮ টি, ফ্লোর ব্রাশ ৩৮ টি, বডি ব্রাশ ৩৮ টি এবং ফিডার ৩৮ টি বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক জনাব ডঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব নুরুল আজীজ, উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ নাহিদ সুলতান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিতরণ কালে খামারীদের উদ্দেশ্যে জনাব ড.নজরুল ইসলাম বলেন, ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। অসুখ বিসুখ তুলনামূলক কম। অন্যান্য প্রাণী থেকে লালন পালনেও সাশ্রয়ী। ভেড়া লালন পালন করে অনেকেই লাভবান হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব নুরুল আজীজ বলেন, প্রান্তিক নারী খামারীগণ ভেড়া পালনে স্বাবলম্বী হচ্ছে। এভাবেই নারীর ক্ষমতায়নে একদিন দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়নে নারীর সাফল্য অংশীদারিত্ব হবে।
কোন মন্তব্য নেই