দিঘলিয়া কোরবানির পশুরহাট উদ্বোধন ২০২৪ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে কোরবানির পশুরহাট উদ্বোধন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আয়োজনে ক্লাবের বিশাল মাঠে ১২ জুন বুধবার বিকেলে পশুর হাট উদ্বোধন করা হয়। এ সময় ফিতা কেটে পশুর হাটের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাট কমিটির আহ্বায়ক সাবেক শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, অ্যাডভোকেট দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, মসলেম উদ্দিন হাওলাদার, মেম্বার নাজমুল হোসেন, কে এম আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, স্বপন বাওয়ালি, সালাম বাওয়ালি, শেখ আতিয়ার রহমান, বিশ্বাস আব্দুল হাই, ডাক্তার শাহাদাত হোসেন, মকবুল মোড়ল, কাদের মোড়ল, বিল্লাল মোড়ল, ডক্টর রফিকুল ইসলাম, মাস্টার রফিকুল ইসলাম, মাস্টার, মোস্তফা আমির ফয়সাল মোড়ল, হাসান মাহমুদ রাকিব, শিমুল হালদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মেহেদী হাসান।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলার ওয়াই এম এ ক্লাব মাঠ কোরবানির পশু বিক্রয়ের জন্য অতি পুরাতন একটি অস্থায়ী পশুহাট। সিটি কর্পোরেশনের একেবারে সন্নিকটে অবস্থিত হওয়ায় হাটটি এ এলাকার খুব জনপ্রিয় হাট হিসেবে খুলনা মহানগরীসহ দিঘলিয়া উপজেলায় পরিচিতি লাভ করেছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি তথা হাট উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি খান নজরুল ইসলাম তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এ পশু হাটের অর্জিত অর্থ ওয়াইএমএ ক্লাবের উন্নয়নে ব্যয় করা হয়।
তিনি আরো বলেন, এই হাটে ছোট বড় গরু ছাগল সব ধরনেরই কোরবানির পশু পাওয়া যাবে। এখানে যে সকল কোরবানির পশু পাওয়া যাবে সেগুলো এই অঞ্চল এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে খামারি এবং বিক্রেতারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ায়ে তাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে লালন পালন করে বিক্রয়ের জন্য নিয়ে আসে। বিক্রয়ের জন্য এই হাটে আনা পশুগুলি কোন প্রকার রাসায়নিক খাবার ছাড়াই দেশীয় খাবার খড় কুটা, খৈল ভুষি, ঘাস খাওয়ায়ে মোটা তাজা করা হয়ে থাকে। কোরবানির জন্য সবথেকে উত্তম পশুগুলি এই হাটেই পাওয়া যায়,তাই কোরবানির জন্য ভালো পশু ক্রয় করতে আগ্রহী ক্রেতাদের এই হাটে আসার জন্য তিনি আহ্বান জানান।
হাট পরিচালনা কমিটি জানিয়েছেন, হাটের সর্বস্থরের মানুষ এবং ক্রেতা-বিক্রেতাদের বিশেষ নিরাপত্তায় সম্পুর্ন হাট এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টনীসহ থাকছে জালনোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, ভেটেরিনারি মেডিকেল টিম, পুলিশসহ হাট কমিটির সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাসহ বিশেষ সুবিধা। উদ্বোধনী দিন থেকে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহার আগের দিন পর্যন্ত এ কোরবানির পশুর হাট চলবে।
কোন মন্তব্য নেই