শিরোনাম

মাদারীপুরে ৩৪ টি বাচ্চাসহ রাসেল ভাইপার পিটিয়ে হত্যা - Chief TV - চিফ টিভি

 

মাদারীপুরে ৩৪ টি বাচ্চাসহ রাসেল ভাইপার পিটিয়ে হত্যা
ছবি-প্রতিনিধি
এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাদাম ক্ষেত থেকে ৩৪ টি বাচ্চাসহ একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

জানা যায়, শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামের কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুরসহ বাড়ির পাশ র্বত্তী নিজের বাদাম ক্ষেতে যায় বাদাম তুলতে। বাদাম তোলার সময় ক্ষেতে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়। এসময় সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে স্থানীয় আরো কয়েকজনের সহায়তায় তারা লাঠি দিয়ে পিটিয়ে ৩৪ টি বাচ্চাসহ সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।


কোন মন্তব্য নেই