দুই হল বুকিং করে ‘তুফান’ দেখলেন শাকিব - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ঈদের সব থেকে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তুফান’। এই সিনেমাটিতে দর্শকরা দেখেছেন অন্যরকম এক শাকিবকে। এখনো ছবিটি দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে চলছে। এদিকে সিনেমার চরিত্রের সঙ্গে সঙ্গে শাকিব যেন তার বাস্তবের চরিত্রও পরিবর্তন করেছেন। এক সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রেক্ষাগৃহে তার কোনো সিনেমা মুক্তির পর একবারের জন্যও হলে তাকে দেখা যায় না। কিন্তু এবার তিনি সেই ধারণা পালটে দিয়েছেন। গেল ২৪শে জুন মিরপুর স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ ছবিটি উপভোগ করেন মিডিয়া বন্ধুদের সঙ্গে। এবার তিনি গেলেন মহাখালীর স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার তার বাণিজ্যিক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান সংশ্লিষ্ট ৪ শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই সিনেমাটি উপভোগ করলেন। মহাখালীর স্টার সিনেপ্লেক্সের দু’টি থিয়েটার বুকিং করে স্পেশাল শো অনুষ্ঠিত হয়।
এই স্পেশাল শো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল রিমার্ক হারল্যান-এর বিউটি ব্র্যান্ড লিলি। এ সময় শাকিব খান বলেন, রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে এসেছি। ঈদের আগে থেকে অফিসের সবাই সিনেমাটি দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীকে কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। অবশেষে তাদের সঙ্গে নিয়ে আবারো ‘তুফান’ দেখলাম। সহকর্মীরা সবাই ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত।
কোন মন্তব্য নেই