শিরোনাম

মেসিদের টক্কর দেয়া সকারুজদের কী রুখতে পারবে বাংলাদেশ?- Chief TV - চিফ টিভি


মেসিদের টক্কর দেয়া সকারুজদের কী রুখতে পারবে বাংলাদেশ?
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোটারঃ

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে হোমে ভালো খেলতে চায় হ্যাভিয়ের কাবরেরার দল। অন্যদিকে, ম্যাচ নিয়ে কোনো চাপ নিচ্ছে না সকারুজরা। স্বাগতিকদের সমর্থক ও তীব্র গরম নিয়ে মোটেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ১ ড্র ছাড়া তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ ফুটবল দলের। মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভূঁইয়ারা। এবার হোম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়া।

অ্যওয়ে ম্যাচে সকারুজরা ৭-০ গোল বিধ্বস্ত করেছিলো বাংলাদেশকে। তবে সেই হারের ক্ষত ভুলে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াকে রুখে দিতে চায় তপু-তারিক কাজীরা। ম্যাচের আগে ডিফেন্স নিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষকে। তবে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চায় কাবরেরা বাহিনী।

বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন,আমরা ভালো খেলতে চাই। আশা করি দেশের মাটিতে ছেলেদের পারফরম্যান্সে উন্নতি হবে। এর আগের ম্যাচে ৭ গোল হজম করেছিলাম। এই ম্যাচে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। চেষ্টা করব যেনো দ্রুত গোল না হজম করি।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মেলবোর্নের দুঃখ ভুলে গিয়ে এই ম্যাচে ভালো কিছু করতে চান। জামাল ভূঁইয়া বলেন, 'মেলবোর্নে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে চাই। বৃহস্পতিবার একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।

অন্যদিকে, এই ম্যাচ নিয়ে কোনো চাপই নিচ্ছে না নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের হোম ক্রাউড, তীব্র গরম কোনো কিছুই চ্যালেঞ্জ হবে না বলে জানান দেশটির কোচ গ্রাহাম আরনল্ড। নিজেদের স্বভাবসুলব খেলাই খেলবে সকারুজ।

অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড বলেন, আমরা প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থকের সামনে খেলেছিলাম। সুতরাং, এমন পরিস্থিতিতে আমরা খেলতে অভ্যস্ত। আবহাওয়া আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ না। আমাদের প্রতিপক্ষ কে বা কত শক্তিশালী তা ভাবার সময় নেই। অস্ট্রেলিয়া জয়ের জন্য মাঠে নামবে।  

এদিকে অস্ট্রেলিয়ার ফুটবলার কাই রোলস বলেন, গরম আবহাওয়া নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। এই ম্যাচটা নিয়ে রোমাঞ্চ কাজ করছে। খেলার জন্য আমি মুখিয়ে আছি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ৩টি ম্যাচ খেলেছিলো অস্ট্রেলিয়া। যেখানে মোট ১৬টি গোল হজম করতে হয়েছিলো লাল সবুজদের।  

কোন মন্তব্য নেই