শিরোনাম

কাউনিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও আমন ধানের বীজ বিতরণ - Chief TV - চিফ টিভি

কাউনিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে   সার ও আমন ধানের বীজ বিতরণ
ছবি-প্রতিনিধি
আবদুল্লাহ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।।

মঙ্গলবার (২৫ জুন) সকালে  উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন,উপজেলা প্রকৌশলি আসাদুজ্জামান  জেমি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, সমাজসেবা অফিসার মোঃ সামিউল আলম প্রমুখ। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় উপজেলার ১৪০০ জনকে রোপা আমন চাষিকে জন প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি সার দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই